// বিশেষ প্রতিনিধিঃ
বিশিষ্ট সমাজ সেবক মাহফুজ কাদেরীর মা আলহাজ্ব সৈয়দা নিলুফার কাদেরীর জানাযার নামাজ বুধবার ১৩ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় (যোহর নামাজের পরে) বাংলাদেশ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম, মাহাতাব বিশ্বাস প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাহাতাব উদ্দীন বিশ্বাস, দৈনিক সিনসা নির্বাহী সম্পাদক আমিনুর রহমান খান, জেলা বার সমিতির সাবেক সভাপতি এড. বেলায়েত আলী বিল্লু,
দৈনিক ইচ্ছামতির বার্তা সম্পাদক আখিনুর ইসলাম রেমন, পাবনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকি, শহীদ আমিনুদ্দিন আইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এড. আজিজুল হক, ড. মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, পাবনা বারের সাধারণ সম্পাদক এড তৌফিক ইমাম, কৃষিবিদ নাজিম উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শীবলি সাদিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি মাসুদ, এড. আজিজুর রহমান, দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার ও অনাবিল সংবাদের প্রধান সম্পাদক আবদুল জব্বার, স্মরণে ৭১ প্রজন্মের প্রধান সমন্বয়ক তোফাজ্জল হোসেন মামুন, এড. এবিএম আমিনুল আসফাক, এড. মীর রাকিব আলম রিজন, সাংবাদিক আব্দুস সালাম, পাবনা আইন কলেজের অফিস সহকারী শাহ জামাল রুহেল, দৈনিক সিনসা’র প্রধান প্রতিবেদক আব্দুল কাদের, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, মরহুমার ৪ ছেলে মাহফুজ আলী কাদেরী, মাসুদ কাদেরী, আলী মামুন কাদেরী ও সিপার আলী কাদেরীসহ পাবনার বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানাযায় অনেক লোকের সমাগম হয়েছিল।
জানাজার নামাজ পরিচালনা করেন শালগাড়িয়া মসজিদুল ফেরদাউসের পেশ ইমাম হাফেজ মাওলানা আক্তারুজ্জামান। জানাযার শেষে তাকে পাবনা সদর আরিফপুর গোরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য আলহাজ্ব সৈয়দা নিলুফার কাদেরী গত সোমবার ১১ সেপ্টেম্বর হৃদ রোগে আক্রান্ত হয়ে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।