// অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। এসময় তার কাছ থেকে ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
আদালতসূত্রে জানা গেছে, উপজেলার বাগধা বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ কারেন্ট জাল বিক্রির ব্যবসা করে আসছে চাঁদত্রিশিরা গ্রামের গইজউদ্দিন সরদারের ছেলে লতিফ সরদার। গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন অভিযান চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। একারণে ব্যবসায়ী লতিফ সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় আদালতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, এসআই শফিউদ্দিন প্রমুখ।