জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে জড়ো হওয়া বিশ্বনেতারা গান্ধী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও।
জি২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে রোববার (১০ সেপ্টেম্বর) মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনাসহ বিশ্বনেতারা।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ বিভিন্ন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর নেতারা বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দিতে ‘ভারত মন্ডপে’ পৌঁছবেন। পরে জি২০ শীর্ষ সম্মেলনের তৃতীয় অধিবেশন ‘ওয়ান ফিউচার’ অনুষ্ঠিত হবে।