লালপুরে যুবলীগ নেতা হত্যায় গ্রেপ্তার ৫

// লালপুর (নাটোর) প্রতিনিধি ঃ
নাটোরের লালপুরে যুবলীগ নেতা ওসমান গনিকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
রোববার রাতে নিহত ওসমান গনির ভাতিজা কুতুব উদ্দিন বাদি হয়ে ২৫ জন নামীয় ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
গ্রেপ্তরকৃতরা হলেন, এজাহার নামীয় আসামি উপজেলার কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া চিলান গ্রামের মোখলেসুর রহমানের ছেলে মো. মহসিন আলম (২৮), মৃত তৈয়ব আলী সরদারের ছেলে মো. মোখলেসুর রহমান,(৫৭) ডাঙ্গাপাড়া গ্রামের মৃত নসিম উদ্দিন প্রামানিকের ছেলে মো. আব্দুল লতিফ প্রামানিক (৫৫) এবং তদন্তে প্রাপ্ত আসামি দুয়ারিয়া গ্রামের নওশাদ আলীর ছেলে মো. নাদিম (৩৪), আফসার আলীর ছেলে মোহা. জাকিরুল ইসলাম।
উল্লেখ্য গতকাল রোববার (৩ সেপ্টেম্বর ২০২৩) সকালে কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাচিলান গ্রামে যুবলীগ নেতা ওসমান গণি (৪৫) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
গত জানুয়ারিতে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক কে দুর্বৃত্তরা দিনের বেলায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি ছিলেন ওসমান গণি। গণির স্বজনদের অভিযোগ, মৃধা হত্যা মামলার জেরে ওসমান গণিকে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হন ওসমান গণি। পরে স্থানীয় একটি চায়ের দোকানে চা পান করার সময় গণিকে ঘিরে ধরে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তাঁর হাত-পায়ের রগ কেটে যায়। এ অবস্থায় তাঁকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই গণির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, এ খুনের ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে নাটোর জেলা হতে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকে অভিযান চলছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।