// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ ছাত্রধর্মট ও পরীক্ষা বর্জন করে মৌলভীবাজারে মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে সিভিল সার্জন অফিসের সামনে ২ঘন্টা ব্যাপি অবস্থান কর্মসূচী পালন করেছে আজ ৪ সেপ্টেম্বর। “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” শিক্ষাবোর্ড গঠনসহ ৪ দফা দাবীর মধ্যে- কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সকল সেক্টরে ম্যাটস্ হতে পাশকৃত ডিএমএফ ডিগ্রীধারী ডিপ্লোমা চিকিৎসকদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে পদ সৃষ্টি ও দ্রুত নিয়োগ বাস্তবায়ন, এ্যালাইড হেলথ বোর্ড আইন-২০২৩ বাতিল করে অনতিবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে সতন্ত্র বোর্ড গঠন, ইন্টার্ণশীপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস্ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করণ। এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট‘স এ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর মৌলভীবাজার জেলার যুগ্ন সাধারণ সম্পাদক (সমন্বয়ক) বিকাশ মালাকার, সাবেক প্রতিস্টা কালীন যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াছির আতিক খান,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ইমরান এ রউফ রাতুল, মৌলভীবাজার ম্যাটস শাখার যুগ্ন আহবায়ক নেওয়াজ, ন্যাশনাল লাইফ কেয়ার ম্যাটস, মৌলভীবাজার আবু সাঈদ আল মাসুদ, মৌলভীবাজার ম্যাটস সদস্য ফাইজা তাবাসসুম প্রমুখ।