// কামরুল হাসান, টাংগাইল পতিনিধিঃ টাঙ্গাইলের সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়ায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে,চুরি,ইভটিজিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে মতবিনিময় সভা হয়েছে।
৩ সেপ্টেম্বর, রোববার বিকালে করটিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে চরপাড়া বাইপাস এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী।
করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনুর সভাপতিত্বে ও করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলী,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ছালাম(পিপিএম),
দেলদুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুজ্জান খান,পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রামপ্রসাদ সরকার, সা’দত কলেজের সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে বীরপুশিয়া গ্রামের সমাজ সেবক শাহীনুর ইসলাম শাহীন, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম আনছারী,সা’দত কলেজের সাবেক জিএস মো.জিন্নাহ মিয়া, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মামুন সিকদার, করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, ইউপি সদস্য আব্দুল লতিফ মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
এসময় প্রধান বক্তা বলেন, করটিয়া ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। এ জন্য এলাকার জনগণকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, আমরা নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ায় স্থানীয়দের সাথে কঠোর হতে পারিনা। এখানে উপস্থিত টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার ও সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)’র প্রতি অনুরোধ থাকবে তারা যেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখে।
বিশেষকরে মাদকসহ কেও গ্রেফতার হলে তারা যেন প্রতিনিধিদের টেলিফোনে অপরাধীদের ছেড়ে না দেন।
এ মাদক প্রতিরোধ মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী, যুবক,ছাত্র ও বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।