নাটোর প্রতিনিধি
সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল
কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কোন ষড়যন্ত্র করেই আওয়ামী লীগ আর ক্ষমতা ধরে
রাখতে পারবে না। এবার তাদের প্রয়োজনে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো
হবে। আগামী নির্বাচন তত্বাবধায়ক সরকার নামে হোক বা অন্য যেকোন নামেই
হোক নিরপেক্ষ সরকারের অধিনে অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার অধিনে দেশে আর
কোন সংসদ নির্বাচন হবে না। শেখ হাসিনার অধিনে কোন সংসদ নির্বাচনে
বিএনপিসহ কোন বিরোধীদল অংশও নিবে না। আওয়ামী লীগ দেশে আর কখনো
একদলীয় কোন নির্বাচন করার অপচেষ্টা করলে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে
বিএনপি নেতাকর্মীরা তাদের সেই অপচেষ্টা রুখে দিবে। নাটোরে বিএনপির ৪৫
তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্যে দুলু এ সব কথা বলেন। শুক্রবার বেলা ১১ টায় শহরের আলাইপুরে
জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব
করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি বিএনপির নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক
কাজী গোলাম মোর্শেদ। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান
শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেক
এমপি বেগম সুফিয়া হক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য
মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক
মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা শ্রমিক দল সভাপতি আবু রায়হান ভুলু,
স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের সভাপতি কামরুল
ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, পৌর বিএনপির
সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, জেলা তাঁতী লীগের সভাপতি আবুল কালাম
আজাদ ও মৎস্যজীবী দলের নেতা আতিকুর রহমান প্রমুখ।