মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনারোধে গাড়ি চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনারোধে পেশাজীবি গাড়ি চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গত ২৮ আগষ্ট সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন- মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিআরটিএ মৌলভীবাজারের সহকারী পরিচালক হাবিবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন- মৌলভীবাজার বিআরটিএ সহকারী পরিচালক হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার বিআরটিএ পরিদর্শক শেখ আব্দুল ওয়াহিদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুরাদে আলম ও ট্রাফিক ইন্সপেক্টর মারিকুল ইসলাম। প্রশিক্ষণে জেলার দুই শতাধিক বাস, সিএনজি, প্রাইভেট কার ও মাইক্রোবাস চালক অংশগ্রহণ করেন।