পাবনায় নলেজ শেয়ারিং অন ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

// পাবনা প্রতিনিধি :: পাবনায় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে নলেজ শেয়ারিং অন ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। সকালে প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ। ইন্টার নিউজের সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডির আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালায় আরো অংশগ্রহন করেন পাবনা প্রেসক্লাবের সহ-সম্পাদক প্রথম আলো প্রতিনিধি সরওয়ার উল্লাস, বাংলা টিভি ও দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি এবং অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক এস এম আলম, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী বাবলা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কলিট তালুকদার, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার পার্থ হাসান, গাজী টিভি ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পী ও দি ডেইলী মর্নিং সানের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন। দিনব্যাপী এ কর্মশালায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সঠিকতা যাচাইয়ের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে ধারনা দেয়া হয়। দিনব্যাপী এ কর্মশালায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশে তথ্যে সঠিকতা যাচাইয়ের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে ধারনা দেয়া হয়।