// স্পেন নারী ফুটবল দলের অধিনায়ক অলগা কারামোনা। নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালের তার একমাত্র গোলে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। দলকে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করে যখন শিরোপা উৎসবে মেতেছেন, ঠিক তখনই জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ পেয়েছেন কারামোনা।
বিশ্বকাপ ট্রফি নিয়ে উল্লাস-উচ্ছ্বাস শেষে কারামোনা শুনতে পান, তার বাবার মৃত্যু সংবাদ। স্প্যানিশ অধিনায়কের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও তার ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে মৃত্যুর কারণ বা সময় সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরএফইএফের বিবৃতিতে শোক প্রকাশ করে বলা হয়, ‘বিশ্বকাপ ফাইনালের পর কারামোনা দুঃখের সংবাদটি শোনেন। আমরা অলগা ও তার পরিবারের এই বেদনাদায়ক সময়ে গভীর সমবেদনা প্রকাশ করছি। অলগা, আমরা তোমায় ভালোবাসি। তুমিই স্প্যানিশ ফুটবলের ইতিহাস।’