আতাইকুলায় শত্রুতায় গাছ কর্তন, হুমকির অভিযোগ

 সাঁথিয়া প্রতিনিধিঃ আতাইকুলার বৃহস্পতিপুর মাঠে শত্রুতা করে ২১০ টা ইউক্যালিপটাসের গাছ কেটে ফেলেছে। জমিতে গেলে বিভিন্ন হুমকি দেয়ার অভিযোগ। আদালতে মামলা দায়ের। ঘটনাটি  আতাইকুলা থানার বৃহস্পতিপুর গ্রামের আঃ হাদীর ছেলে লিয়াকত আলী মনির  জমিতে।   

   মনি জানান, বৃহস্পতিপুর গ্রামের মৃত শীতল প্রামানিকের ছেলে আয়ুব আলীর দখলকৃত ১৫ শতাংশ জমি গত তিন বছর পুর্বে ক্রয় করে চাষাবাদ করছেন। এবছর ওই জমিতে ২১০টি ইউক্যালিপটাস গাছ লাগান। গত ৬ আগষ্ট আকস্মিক একই গ্রামের মৃত রহিমুদ্দিনের ছেলে আঃ মজিদ মাস্টার ও তার ভাই সাইদুল মনির জমির সকল গাছ কেটে ও উপড়ে নষ্ট করে ফেলে। এসময় অশ্লীল ভাষায় গালাগাল করে।  জমির পাশের আনোয়ারা খাতুন, মোক্তার হোসেনসহ অনেকে জানান দীর্ঘদিন আয়ুব আলী ভোগ দখল করে আসছিল। সে মনির নিকট জমি বিক্রি করলে মনি ক্রয় করে গাছ লাগান। এ বিষয়ে মনি বাদী হয়ে আদালতে মামলা করেন, পিটিশন নং ৭৮/২৩।   লিয়াকত আলী মনি আরো জানান আঃ মজিদ মাস্টার তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।                                                এ বিষয়ে আঃ মজিদ মাস্টার বলেন তার জমিতে গাছ কেটেছেন।  আতাইকুলা থানার এস আই শহিদুল ইসলাম বলেন তদন্ত পুর্বক প্রতিবেদন প্রেরন করা হবে আদালত ব্যবস্থা নিবেন।