পাবনা প্রতিনিধি : পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেছেন, বর্তমানে ডেঙ্গুর পার্দুভাব দেখা যাচ্ছে। পাবনা জেলা পরিষদ, পাবনা পৌরসভাসহ বেশ কিছু প্রতিষ্ঠান ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ নিয়েছে। সরকারের বিষেশ ভুমিকার জন্য ডেঙ্গু নিয়ন্ত্রনে রয়েছে। অফিস, বাসা, ব্যবসায় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল কার্যালের আশপাশ পরিস্কার রাখতে হবে। ডেঙ্গু’র পার্দুভাব প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে। এ ছাড়াও বন্যার সময় সাপের প্রভাব দেখা যায়। রাসেল ভাইবার সহ সাপের বিষয়ে খেয়াল রাখতে । আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কাজ চলছে। বর্তমানে জেলায় ৬৬৭ টি কেন্দ্র রয়েছে এবার ৭শ টি হতে পারে। নির্বাচনে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে সুন্দরভাবে যেতে পারে সেজন্য এখনই রাস্তা মেরামত করতে হবে।
রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
সভা সুত্রে জানাযায়, ডেঙ্গু সর্ম্পকে সবাইকে সচেতন মুলক কার্যক্রম করতে হবে। জেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে জেলায় ১ লক্ষ ৬৭ হাজার ভাতা ভোগীর মাঝে ২শ ২০ কোটি টাকা দেয়া হয়। ওয়েব পোর্টাল আপডেট করতে হবে। উননয়ন কাজের তালিকা করতে হবে। শতভাগ বিদুতায়ন হয়েছে, নতুন সংযোগের জন্য আবেদন করলে ৭ থেকে ১৮ দিনের মধ্যে সংযোগ দেয়া হচ্ছে। অনাবাদী জমি আবাদ যোগ্য করার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় সিদ্ধান্ত হয়।আসন্ন জাতীয় নির্বাচন সুন্দর পরিবেশে হবে বলে কাজ চলছে। দেশের উন্নয়নে সবাই একসাথে করব সামনে এগিয়ে যাব।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণের ডিডি মো. জামাল উদ্দিন, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এএসপি আরজুমা, সংবাদ পত্রপরিষদের সভাপতি আবদুল মতীন খান, সাথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আল মাহমুদ দোলোয়ার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলীহেলালী,জেলা প্রাথমিক কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার, জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ কুমার,পাসপোর্ট এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডি বিএডিসি(বীজ) রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম, বিআরটিএ এর এডি আব্দুল হালিম, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক নুরুল আলম বাচ্চু প্রমূখ।