মৌলভীবাজারে “কৈশোরকালীণ স্বাস্থ্য সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে সেবাদানকারীদের জবাবদিহিতা তৈরী” আলোচনা সভা

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে “কৈশোরকালীণ স্বাস্থ্য সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে সেবাদানকারীদের জবাবদিহিতা তৈরী” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থা‘র হল রুমে আজ ২০ আগস্ট সকালে। মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট ও তারুণ্যের কন্ঠস্বর-প্লাটফর্ম, মৌলভীবাজার, অধিকার এখানে, এখনই ((RHR-2) প্রকল্পের অধিনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট (এম.সি.জে.এ.এফ) সভাপতি পরিমল সিং বাড়াইক এর সভাপতিত্বে ও কোঅডিনেটর জিয়ানা মাদ্রাজী‘র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থা‘র সাবেক চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেগম রোকেয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার, দৈনিক খবরপত্র (কমলগঞ্জ) / দৈনিক নতুন সময় এর জেলা প্রতিনিধি আব্দুল বাছিত খাঁন, দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি রিপন আহমদ। বক্তব্য রাখেন- মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর স্বেচ্ছাসেবক সীমা মুন্ডা, তারুণ্যের কন্ঠস্বর এর জেলা সমন্ময়কারীসহ অন্যান্য নেতৃবৃন্দরা।