/ / মৌলভীবাজার প্রতিনিধি ঃ কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাগান সড়কস্থ “ইউনাইটেড সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ” (রেজি ঃ নং-৩৭১) সরকারের সমবায় নীতিমালা মেনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে দাবী করছেন ইউনাইটেড সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আব্দুল খালেক। গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি বলেন- গত ৮ আগষ্ট একটি অনলাইন গণমাধ্যমে “কমলগঞ্জে ইউনাইটেড সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর ঋণ দেওয়ার নামে প্রতারণা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত ছিল। সংবাদের একাংশে উল্লেখ করা হয়েছে, অনেক সদস্য তাদের টাকা পাচ্ছেন না। মূল বিষয় হচ্ছে, ঋণদান সমবায় সমিতির সদস্যদের মাঝে লেনদেন ও কার্যক্রম চলমান আছে। সংবাদে যে পরিমাণ টাকা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। আবার আমার সংস্থাটিও অনেক সদস্যের নিকট লক্ষ লক্ষ টাকা অনাদায়ী রয়েছে। অন্যদিকে এই সমিতির যে সকল সদস্য টাকা পাবে তাদেরকে নিয়ে শমশেরনগর স্থানীয় একজন মেম্বার ও বনিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে সমন্বয় সভা হয়েছে। এ সভায় সদস্যদের নিশ্চয়তা প্রদান করা হয়েছে যে, পর্যায়ক্রমে তাদের পাওনা টাকা ফেরৎ দেওয়া হবে। ইউনাইটেড সঞ্চয় ও ঋণদান সমিতির দায়িত্বশীলগণ মনে করছেন, স্থানীয় কোন একটি মহল উদ্দেশ্য প্রনোদিত হয়ে এই প্রতিবেদকের কাছে ভুল তথ্য উপস্থাপন করেছে। ইউনাইটেড সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর কার্যক্রম চলমান রয়েছে। আমরা সরকারের সমবায় নীতিমালা মেনে সুনামের সাথে বিগত ২০১৪ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত কাজ করে আসছি।