// নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার তারিখ পেছানোসহ বেশ কিছু দাবিতে রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেশকিছু শিক্ষার্থী শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ বাধা দেয়। এরআগে সকালে শিক্ষার্থীরা মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেন। এসময় তারা পরীক্ষা পিছিয়ে নেয়ার দাবি জানান। আর পরীক্ষা পেছানো সম্ভব না হলেও পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ থেকে কমিয়ে ৫০-এ পরীক্ষা গ্রহণের দাবি তোলেন। বিক্ষোভের সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এসময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবীর এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের দাবি সংশ্লিষ্ট দপ্তরে পৌছে দেয়ার কথা জানান। পাশাপাশি পরীক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনার কথাও জানান তিনি। এসময় রাজশাহী নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#