// ডেঙ্গু ক্রমেই ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। মশার কামড় থেকে দূরে থাকার জন্য নানা পদ্ধতি রয়েছে। অনেকে ওষুধ বা নানা রাসায়নিক পণ্য ব্যবহার করে থাকেন। তবে এসব উপাদান ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু মশার কামড় ও চুলকানি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাকৃতিক কিছু উপায়ও ব্যবহার করা যেতে পারে।
আইস কিউব
মশার কামড় খাওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত জায়গায় বরফের টুকরো লাগান। প্রায় বিশ মিনিট আক্রান্ত জায়গায় রাখুন। ফোলা জায়গা দূর তো হবেই সঙ্গে চুলকানিও দূর হবে।
লবণ
মশার কামড়ে চুলকানি দূর করার জন্য লবণ একটি ভালো প্রাকৃতিক ওষুধ। লবণ আক্রান্ত জায়গাকে শুকিয়ে ফেলে। এতে চুলকানি দুর হয়।
টুথপেস্ট
টুথপেস্ট পোড়ার ক্ষেত্রে অনেক কার্যকর। কিন্তু মশার কামড়ের যন্ত্রণা দূর করতেও আদর্শস্থানীয়। গোলমরিচযুক্ত টুথপেস্ট হলে আরও ভাল হয়।
অ্যালোভেরা
অ্যালোভেরা ত্বককে শীতল করে ও চুলকানিও দুর করে। যাদের চুলকানি অনেক বড় সমস্যা তাদের জন্য অ্যালোভেরা খুবই কাজের।
কলার খোসা
মশা কামড়ালে যন্ত্রণা হতে পারে। তাই আক্রান্ত স্থানে চুলকানি হয়। কলার খোসার মধ্যে থাকা শর্করা চুলকানি দূর করতে সাহায্য করে।