আত্রাইয়ে ওয়েভফাউন্ডেশনএডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি) ষান্মাসিক সভা

// রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁ জেলার আত্রাই উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে মনোরম পরিবেশে ওয়েভ ফাউন্ডেশন এর এডভোকেসি নেটওয়াক কমিটি( এএনসি) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সভায় ওয়েভ ফাউন্ডেশন আত্রাই উপজেলা কমিটির সভাপতি মিতুমনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক কামাল উদ্দিন টগর এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সহ-সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন নওগাঁ জেলার আত্রাই-রানীনগর উপজেলার দায়িত্ব প্রাপ্ত ফ্যাসিলিটেটর মোঃ মিনহাজ উদ্দিন। বে-সরকারী উন্নয়ন সংগঠন ওয়েভ ফাউন্ডেশন এর আত্রাই এডভোকেসি নেটওয়ার্ক কমিটির আয়োজনে অনুষ্ঠানে অনুষ্ঠিত সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া সক্রিয় অংশ গ্রহন প্রকল্পের অধীনে আগামী ছয় মাসের কার্যক্রম বাস্তবায়নের জন্য সাত সদস্য বিশিষ্ট তিনটি পৃথক পৃথক কমিটি গঠন করা হয়। সভা উক্ত ষান্মাসিক সভায় আত্রাই উপজেলা ওয়েভ ফাউন্ডেশন আত্রাই শাখার পঁচিশ জন সদস্য অংশ গ্রহন করেন।