// মুহাম্মদ আবু হেলাল,শেরপুর প্রতিনিধি : শেরপুরের নবযোগদানকৃত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সাথে ঝিনাইগাতী উপজেলার সকল দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩আগষ্ট বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রথমেই তাকে ফুল দিয়ে বরণ করে নেন
উপজেলা প্রশাসন। এরপর তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে ও উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
ঝিনাইগাতী উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনার দিক উল্লেখ করে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ওসি মনিরুল আলম ভুইয়া, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল কবির, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা রাজিব সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামছুল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জাসদের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আবুল হাসেম, সরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশনের সভাপতি মাসুদ হাসান প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শুধু ঝিনাইগাতী উপজেলা নয়, তিনি পুরো শেরপুর জেলাকে ঢেলে সাঁজাতে নিররস ভাবে কাজ করে যাবেন। এর জন্যে তিনি সর্বস্তরের জনগণের সহযোগীতা কামনা করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদ সহ উপজেলার সকল দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিভুক্ত ২শত শিক্ষাথীদের শিক্ষা উপকরণ এবং ১০জনকে বাইসাইকেল প্রদান করেন প্রধান অতিথি। এতে ব্যয় হয় ৪লক্ষ ৩৬ হাজার টাকা।
সবশেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সন্মুখে একটি ফলজ বৃক্ষ রোপন করেন শেরপুরে নবযোগদানকৃত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।