// নাটোর প্রতিনিধি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুটি অভিযোগে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ৩ বছর কারাদন্ডাদেশের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের আয়োজনে শহরের আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে। পরে সেখানে তারা এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম,ছাত্র দলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ নেতা-কর্মীরা। এসময় বক্তারা বলেন বিএনপি যখন নির্দলীয় নিরপেক্ষ সরকারে দাবীতে আন্দোলন করছে সরকার ঠিক সেই সময় জনগনের নজর অন্য দিকে সরাতে এই মামলার রায় দেয়। বিএনপি জনগনকে সাথে নিয়ে এই রায়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এ সরকারের পতন না হওয়া যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ঘরে ফিরবে না।