বাউন্ডারীর পার্শ্বে ফিলিংআদমদীঘিতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

// মো: মোমিন খাঁন,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে মোহাম্মাদ আলী ওরফে সজল শেখ (৫২) নামের এক ব্যক্তির রহস্যজনক মুত্যু হয়েছে। তার অতিরিক্ত মদ পানে মৃত্যু হয়েছে নাকি অন্য কোন কারনে মৃত্যু হয়েছে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সে উপজেলার সান্তাহার দৈনিক বাজার এলাকার সিরাজ উদ্দিন শেখের ছেলে। গতকাল মঙ্গলবার (১ আগষ্ট) বিকেলে সান্তাহার মালগুদাম এলাকায় অবস্থিত মদের দোকানের সামনে থেকে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে মোহাম্মাদ আলী ওরফে সজল শেখ নামের ওই ব্যক্তিকে মালগুদাম এলাকার মদের দোকানের পাশে রেলওয়ে সিমানায় মৃত অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে রেলওয়ে থানায় খবর দেন। এরপর পুলিশ মরদেহের সুরতহাল তৈরী করে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। স্থানীয় বাসিন্দা মকলেছার ও হাফিজুলসহ অনেকেই জানায়, মোহাম্মাদ আলী ওরফে নজল নামের ব্যক্তিটি প্রায় নিয়মিত মদ পান করতো। মঙ্গলবার বিকেলেও সে মদ পান করে। তাদের ধারনা সে অতিরিক্ত মদ পানে মারা গেছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তার মদ পানে মৃত্যু হয়েছে কিনা তা ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে জানা যাবে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।