লঙ্কান লিগ খেলতে দেশ ছাড়লেন শরিফুল

// আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য প্রস্তাব পান বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র চান এই পেসার। এরপর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর লঙ্কান লিগে খেলতে দেশ ছাড়েন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

শনিবার (২৯ জুলাই) সকালের ফ্লাইটে দেশ ছেড়েছেন এই টাইগার পেসার। দেশ ছাড়ার আগে দোয়া চেয়েছেন সকলের কাছে। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে শ্রীলঙ্কা যাওয়ার ছবি প্রকাশ করেন তিনি।

লঙ্কান লিগে কলম্বো স্ট্রাইকার্সে হয়ে খেলবেন শরিফুল। আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। আর তাই লঙ্কান লিগে খেলার এশিয়া কাপে কাজে লাগাতে চান এই পেসার। দেশের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ অনুমতি দেওয়ার জন্য। খেলতে যাচ্ছি শ্রীলঙ্কায়, কয়দিন পর এশিয়া কাপও হবে শ্রীলঙ্কায়। স্বাভাবিকভাবেই অভিজ্ঞতাটা কাজে লাগবে।’