// নাটোর প্রতিনিধি
নাটোরে বৃহস্পতিবার বিকেলে নেশার টাকার জন্য স্ত্রীকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে বাম হাতের রগ কেটে দিয়েছে পাষন্ড স্বামী। গুরুতর আহত গৃহবধু আলেয়া বেগমকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতের ভাগনে রকিবুল ইসলাম জানায়, জেলার লালপুর উপজেলার আব্দুলপুরের চন্ডিগাছা গ্রামের আরিফ হোসেন (৫০) সারাজীবনই নেশা করেন এবং জুয়া খেলেন। বাড়ির গরু ছাগল জিনিসপত্র সব বিক্রি করে সে নেশা করে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বাড়ির গরু ছাগল বিক্রি করে নেশার টাকা জোগারের কথা বললে তার স্ত্রী আলেয়া বেগম (৪৫) বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আরিফ হোসেন তার স্ত্রী আলেয়া বেগমকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে তার বাম হাত ক্ষতবিক্ষত করে ফেলেছে। এতে তার হাতের একাধিক জায়গায় রগ কেটে গেছে। খবর পেয়ে স্বজনেরা আলেয়া বেগমকে উদ্ধার করে সন্ধ্যায় নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত আরিফ হোসেনের মোবাইল ফোনে বার বার কল করা হলেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
লালপুর থানার ওসি উজ্জল হোসেন জানিয়েছেন, বিষয়টি এখনো তারা জানেন না। তবে দ্রুত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।