// নাটোর প্রতিনিধি
নাটোরে প্রথমবার ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার টাকার ৪ গ্রাম মাদক উদ্ধার করা হয়। রাতেই তাকে মাদক মামলায় নাটোর থানায় হস্তান্তর করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই রফিকুল ইসলাম এর নেতৃত্বে সোমবার রাত ১১ টায় নাটোর জেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক ব্যবসায়ী মোঃ আবু সালেহ ওরফে রিংকু(৩৯)কে ৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ গ্রেফ তার করে ডিবি পুলিশ ।মাদক ব্যবসায়ী রিংকু লালপুর উপজেলার নওদাপাড়া গ্রামের সাজদার প্রামাণিক এর ছেলে। আটক আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ নাটোর জেলার বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ আইস,ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। নাটোরে এই প্রথম ক্রিস্টাল মেথ আইস নামে ক্রেজি মাদক ধরা পরলো।
নাটোর ডিবি পুলিশের এস,আই রফিকুল ইসলাম জানান, আবুল সালেহ রিংকুর এর নামে মাদক মামলা দায়ের করা হয়েছে।।আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।