যশোরের মহাসড়কগুলােতে চলাচল করতে পারবেনা নসিমন ও করিমন

// ইয়ানূর রহমান : যশোর সদর শহরের মণিহার এলাকায় রাস্তার পাশে পরিবহন থামানো যাবে না। যানজট মুক্ত রাখতে হবে এলাকাটিতে কোনো অবস্থাতেই পরিবহন দাঁড়াতে পারবে না। লোকাল পরিবহন ফিটনেসবিহীন ও চালকের ড্রাইভিং লাইসেন্সে না থাকলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া যশোরের মহাসড়কগুলোতে চলাচল করতে পারবে না ইজিবাইক, নসিমন ও করিমন।

যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটি এবং যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কালেক্টরেট সভা কক্ষে গতকাল মঙ্গলবার সকালে এই সভা হয়। সড়কে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনারোধে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, রূপসা ও গড়াই পরিবহন নির্ধারিত গতির চেয়ে অনেক বেশি গতিতে চলাচল করে। পরিবহন দুটির মালিক কর্তৃপক্ষকে এ ব্যাপারে সতর্ক করতে চিঠি দেয়ার জন্য বিআরটি এর সহকারী পরিচালককে নির্দেশ দেন তিনি। তারা নির্ধারিত গতি না মানলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেন তিনি। এছাড়া সড়ক ও জনপথ বিভাগকে যেসব সড়কে স্প্রিড ব্রেকার আছে, তাতে রঙ করার ও হাইওয়ের বাঁকগুলোয় সাইনবোর্ড স্থাপন করতে বলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম শাহীন বলেন, প্রতিটি সড়কে পরিবহন চলাচলের জন্য গতি নির্ধারণ করে দেয়া সাইনবোর্ড আছে। কিন্তু গড়াই ও রূপসা পরিবহন নির্ধারিত গতির চেয়ে আরো বেশি গতিতে চলাচল করে। এ কারণে এ দুটি পরিবহনকে প্রীড গানের আওতায় আনতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন বলেন, হাইওয়ের বাঁকগুলোতে সাইনবোর্ড স্থাপনের কথাও বলেন।

বিআরটিএ‘র সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, ড্রাইভিং লাইসেন্সের জন্য বাসে চালকদের জন্য ২০ বছর ও ট্রাক চালকদের জন্য ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। অনেক পরিবহন, মোটরসাইকেল ঢাকার নম্বর প্লেট লাগিয়ে যশোরে চলাচল করে। এসব চালকরা এটা স্থানান্তর করার আবেদন করলে ঢাকা অফিস থেকে আমরা
কাজটি করে দিতে পারি।

জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, নড়াইল রোডে গর্তের কারণে যানজট লেগেই থাকছে। কয়েকদির আগে একটি বাস ওই রোডে চলাচল করার সময় চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, নড়াইল রোডে কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে। ঈদের পরে শেষ হবে। সড়কে ¯িপ্রড ব্রেকারে সাদা রং করা যেতে পারে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ