সাঁথিয়ায় এতিমের পৈত্তিত সম্পত্তি জবর দখল করেছে চাচারা

// সাঁথিয়া প্রতিনিধি : সাঁথিয়া উপজেলার আর,আতাইকুলা ইউনিয়নের গাঙ্গুহাটি হাটখোলা গ্রামের মরহুম নুরুজ্জামান শেখ বজলু র এতিম মেয়ের পৈত্তিক সম্পত্তি জবর দখল করে রাখছেন আপন চাচারা। অসহায় বন্যা পৈত্তিক সম্পতি দখল পেতে ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন করেছেন।    আবেদন ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, উপজেলার আর, আতাইকুলা ইউনিয়নের গাঙ্গুহাটি হাটখোলা গ্রামের আলহাজ্ব ইব্রাহিম শেখের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে নুরুজ্জামান শেখ বজলু বড়। বজলু একমাত্র কন্যা ইশরাত ইমরোজ বন্যাকে রেখে মারা যান। মাত্র আড়াই বছরের মেয়ে বন্যাকে নিয়ে বিধবা মাতা পিতার বাড়িতে নিয়ে অতি কষ্টে লালন পালন করেন। বন্যা প্রাপ্ত বয়স্ক হয়ে চাচা এস এম নবিউল আলম ও আশরাফুল আলম মিজান এর নিকট বার বার জমির অংশ চাইলে তাকে বিভিন্ন কথা বলে।  ওয়ারিশ সুত্র মতে অন্যের নিকট বিক্রি করলেও দখল দেয় না বলে বন্যা জানায়। বন্যা আরো জানায় পিতার সম্পত্তির অংশ হিসাবে খাজনা খারিজ করে নিলেও চাচারা প্রভাব খাটিয়ে তাকে কোন পাত্তা দিচ্ছে না। ন্যায় বিচার ও পিতার অংশীদারিত্তে অংশ পেতে  আর,আতাইকুলা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানের নিকট আবেদন করেছেন বলে জানান বন্যা।                     এবিষয়ে এসএম নবিউল আলমের সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি কোন কথা বলবেন না বলে ফোন কেটে দেন।                       আর,আতাইকুলা ইউপি চেয়ারম্যান আলহাজ মিরাজুল ইসলাম বিশ্বাস বলেন, আবেদন পেয়েছি, উভয় পক্ষকে ডেকে বিষয়টি জেনে পারিবারিক আদালতের মাধ্যমে শান্তি শৃংখলা বজায় রাখতে চেষ্টা করবো।