// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত ১২ জুন উপজেলা মডেল রিসোর্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মাওলানা হাফেজ এম.এ ওয়াহাব-কে সভাপতি, মাওলানা সালাহ উদ্দিন খানকে সাধারণ সম্পাদক ও মাওলানা আলা উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মাওঃ আবুল কালাম আজাদ চৌধুরী, হাফেজ জহিরুল ইসলাম। সহ-সাধারন সম্পাদক মাওঃ শিহাব উদ্দিন। সাংগঠনিক সম্পাদক- মাওঃ আলাউদ্দিন, প্রচার সম্পাদক মাওঃ হুসেন সাইদুল ফয়ছল, কোষাধ্যক্ষ মাওঃ আব্দুল হান্নান, সমাজ সেবা বিষয়ক সম্পাদক- মাওঃ ইসলাম উদ্দিন,এাণ ও দুর্যোগ সম্পাদক মাওঃ আলী আমজাদ, উন্নয়ন বিষয়ক সম্পাদক মাওঃ মনির আহমদ, দপ্তর সম্পাদক মাওঃ নাদির হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক হাফেজ সাইদুল ইসলাম রমজান, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ বাহারুন বেগম ও লাকী বেগম, কার্যকরী সদস্য -মোঃ মীনহাজ উদ্দিন, আব্দুল ওয়াহাব, মাওঃ শীরমিজ আলী, মাওঃ আব্দুস সালাম, মাওঃ আব্দুল হামিদ। কমলগঞ্জ হযরত শাহজালাল দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা এম.এ ওয়াহাব এর সভাপতিত্বে ও মাওলানা সালাহ উদ্দিন খানের পরিচালনায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা ও কমিঠি গঠন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মউশিক শিকক কল্যাণ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন- মউশিক শিকক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বুলবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন- মাওলানা আবুল কালাম চৌধুরী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন। উপস্থিত ছিলেন- উপজেলা ফিল্ড সুপার ভাইজার ইকবাল হোসেন চৌধুরী, মডেল কেয়ারটেকার মোঃ আবুল খায়ের প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে কে.এম. মিনহাজ উদ্দিন বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অধীনে সারাদেশে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প রাজস্ব খাতে নেয়ার জন্য জোর দাবী জানান।