ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ হাজার ২০০ কেজি হাড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ জুন) ঢাকা থেকে যশোরের বেনাপোল বন্দর-হরিদাসপুরে হয়ে উপহারের আম পৌঁছে যায় মমতার কালীঘাটের বাড়িতে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর হোসেন ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (রাষ্ট্রাচার-২) আবু মুহাম্মদ ফয়সাল।
জানা গেছে, ২৪০টি কার্টনে ১২০০ কেজি আম পাঠানো হয়েছে। বন্দরে আমগুলো গ্রহণ করেন ভারতে নিযুক্ত কলকাতায় বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করেন তিনি।
প্রতি বছরই আমের মৌসুমে মমতাকে উপহার পাঠান শেখ হাসিনা। মমতাও উপহার পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো ঢাকা থেকে মমতার জন্য যায় আম, কখনো আবার পূজার সময় শেখ হাসিনার উদ্দেশে আসে মমতার উপহারের শাড়ি। বর্ষার মৌসুমে পদ্মার ইলিশও যায় ভারতে।