নিজস্ব টিভি চ্যানেলের জন্য আবেদন করবে বিসিবি

সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। সেই সিরিজ সরাসরি দেখায়নি কোন দেশি টিভি চ্যানেল। এর আগেও বেশকিছু সিরিজে সম্প্রচার প্রতিষ্ঠান পেতে বেগ পেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

আর তাই দীর্ঘদিন ধরেই নিজস্ব টিভি চ্যানেল করার পরিকল্পনা করছে বিসিবি। এবার টিভি চ্যানেল তৈরির প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। সোমবার (১২ জুন) বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটায় জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি প্রধান বলেন, ‘খেলা দেখা নিয়ে সমস্যা হচ্ছে। ডিপিএলের সময় কেউ পার্টিসিপেট করে না। শ্রীলঙ্কা, ইউএইর খেলা দেখায় আমাদেরটা দেখাতে আগ্রহী হয় না। আমরা বিসিবি টিভির জন্য আবেদন করবো। ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো। পেয়ে গেলে আর খেলা দেখার জন্য অপেক্ষা করতে হবে না।’