// ইয়ানূর রহমান : যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারীনগর সাতমাইল বাজারে চাকা ব্লাস্ট হয়ে কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস মার্কেটের ভিতর ঢুকে গেছে। এ সময় চালকসহ কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা শনিবার দুপুরে আহতদের উদ্ধার সহ যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা রুপসা পরিবহনের একটি বাস (যশোর ব ১১-০০৮৭) সাতমাইল বাজারে পৌঁছালে সামনের চাকা ব্লাস্ট হয়ে যায়। এসময় বাসটি সোনালী ব্যাংকের মার্কেটের ভিতর ঢুকে যায়।
এতে গুরুতর আহত হন চালক যশোর শহরের মুড়লীর মোড়ের মিয়ারাজ (৩০)। এ সময় আরো আহত হন সাতক্ষীরা সদরের নজরুল শেখ, কুষ্টিয়া কুমারখালীর সাইদুর রহমান, বারোবাজারের মোস্তাফিজুর রহমান, অভয়নগর উপজেলার মোশারফ হোসেনের মেয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাখি খাতু(২৫)সহ আরো ২০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় ডাক্তারের নিকট চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত চালক
মিয়ারাজকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বারোবাজার হাইওয়ে থানা পুলিশ বাসটি উদ্ধার করে নিয়ে গেছে।