// নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বজ্রপাত রোধে তালগাছের চারা রোপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপন করা হয়েছে।
সোমবার (৫ জুন) বেলা ১১টায় উপজেলার ক্ষীরপোতা-পিপুলশন গ্রামীণ সড়কে ৪০০ তালগাছের চারা রোপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এসময় উপস্থিত ছিলেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানান, আমরা উপজেলা কৃষি বিভাগ ৪০০ তালগাছের চারা রোপন করেছি। তালগাছভুক্ত এলাকার চারপাশ প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত প্রতিরোধে সহনীয় ভূমিকা পালন করবে। তালগাছের চারা বড় হলে রাস্তার সৌন্দর্য্য বর্ধনসহ মানুষের কল্যাণে আসবে।