পাবনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

// পাবনা প্রতিনিধি : “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দুষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ^ পরিবেশ দিবস ২০২৩।
সোমবার সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে দিবসটি র‌্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল আহমেদ, পরিবেশ অধিদপ্তরের এডি নাজমুল হোসাইন, সংবাদপত্র পরিষদেও সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সিসিডিবির প্রোমার আলফ্রেড ঘোষ, পরিবেশবাদী আব্দুল হামিদ খান, পানি উন্নয়ন বোর্ডেও সহকারী পরিচালক মোশারোফ হোসেন, বিআরটিএর এডি মো. আব্দুল হালিম, বিসিকএর ম্যানেজার রফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম, জনশক্তি এপি আখলাক উজ জামান, মিশন নার্সারীর মালিক কামাল হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, উন্নত বিশে^ পরিবেশ নিয়ে ব্যাপক সচেতন। পরিবেশ ভালো থাকলে সবই ভালো থাকবে। পরিবেশ সচেতন না হওয়ায় বাংলাদেশের পরিবেশ খারাপ হচ্ছে। জনগণ কে সচেতন হতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। পলিথিন এবং প্রøাস্টিক জাতিীয় জিনিসের ব্যবহার কমাতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে পরিকল্পিত পরিবেশের বিকল্প নাই।
অনুষ্ঠানটি উপাস্থাপনা করেন পাবনা জেলা প্রশসন কার্যালয়ের সহকারী কমিশনার ফারিস্তা করিম।