সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রকল্পের নির্ধারিত কর্মদিবস অতিবাহিত হলেও সিংহভাগ কাজই বাকি রয়েছে। গত ৩১ মে প্রকল্পের কাজ শেষ হয়েছে। এদিকে এলাকাবাসীর অভিযোগ প্রকল্পভুক্ত সড়ক সংস্কারের কাজ যথাযথভারে শেষ না করেই বরাদ্দে টাকা আত্মসাতের চেষ্টা করেছে।
উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ গ্রামের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পানি নিস্কাশন ক্যানালে অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রকল্পের কাজ গত ১৫ এপ্রিল শুরু করেছে। যা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানে না। এলাকাবাসী আরো জানান, বিএডিসি পাঙ্গাসি প্রকল্পের মাধ্যমে কয়েক মাস আগে উক্ত ক্যানালটি সংস্কার করেছে। ক্যানালের পাড় কেটে সড়ক সংস্কার করা হচ্ছে।
জানা যায, নন্দনপুর ইউনিয়নে ১১৯ জন শ্রমিকের ৩টি প্রকল্পের মাধ্যমে কাজ চলছে। গত ৩০ মে নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ গ্রামের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পানি নিস্কাশন ক্যানালে প্রকল্পে সরজমিনে গিয়ে দেখা যায়, ক্যানালের পাড় কেটে সড়কের কাজ করছে। অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রকল্পের শ্রমিকরা। সেখানে ৩৭জন শ্রমিকের মধ্যে উপস্থিত শ্রমিকের সংখ্যা ২৫জন। এর মধ্যে অসুস্থ্য হয়ে ২জন ডাক্তারের কাছে যান।
জানা যায, নন্দনপুর ইউনিয়নে ১১৯ জন শ্রমিকের ৩টি প্রকল্পের মাধ্যমে কাজ চলছে। তারা বলে এখানে তো ২৫জন শ্রমিককে উপস্থিত পান। অন্য ২টি প্রকল্পে গিয়ে দেখন সেখানে কয়জন শ্রমিক উপস্থিত আছেন। প্রকল্পগুলো ঘুরে দেখা যায়, তালিকাভুক্ত শ্রমিকদের মধ্য অনেকেই উপস্থিত না হয়ে বিল করে নেন। এতে করে প্রকল্পগুলের কাজে ফাঁকিসহ অনিয়মের অভিযোগ উঠেছে। ক্যানেলের ডাইকে অনেক জায়গা পড়ে থাকলেও সেখানে মাটি না কেটে ক্যানেলের ভিতর অংশে মাটি ভরাট করায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কোন অদৃশ্য কারনে তারা মাটি ভরাট করে রাস্তা করছে।
উক্ত প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আব্দুল মালেক জানান, যারা উপস্থিত হয়ে কাজ করেন তাদেরকেই বিলের ব্যবস্থা করা হচ্ছে, বাকিদের না।
পানি উন্নয়ন বোডের বেড়া সাব ডিভিশনের ইঞ্জিনিয়র আবুল কাশেম বলেন, উক্ত প্রকল্পের চেয়ারম্যন আমাদের কিছু জানান নাই। সরে জমিনে তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।