তাড়াশে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

// সোহেল রানা সোহাগ,তাড়াশ ঃ
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত আরো ছিলেন, উপজেলার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি,মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট সহ বীর মুক্তিযোদ্ধা,গণমাধ্যমকর্মী.ভূমি সেবা প্রত্যাশিগন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে সঠিক ভাবে ভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া, ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে। এ সেবা সারাদেশের ন্যায় তাড়াশ উপজেলাতেও ৮ টি ইউনিয়ন ভূমি অফিসে সপ্তাহ ব্যাপি চালু থাকবে।