মহামান্য রাষ্ট্রপতি

এনামুল হক টগর

শুভেচ্ছা ও অভিনন্দন,মহামান্য রাষ্ট্রপতি।

তুমি দীর্ঘ রাতের জ্যোৎস্নায় জন্মভূমির এক অভিজ্ঞ প্রেম ও বিজ্ঞার চেতনা নীতি।

তুমি নতুন সূর্যের কিরণে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার উদ্ভাসিত দেশপ্রেম জীবন প্রীতি।

তোমার সততার গভীরে প্রত্যাশার বিবেক এক মহামূল্যবান চৈতন্য দেশকে হাতছানি কল্যাণ।

তোমার অতীত ইতিহাসে বঙ্গবন্ধুর উদ্যানে প্রস্ফুটিত গোলাপের প্রেম সুবাস ভালোবাসার  নন্দন।

তোমার সমকালের স্বপ্ন,বিশ্ব মানবতার উৎস থেকে প্রবাহমান দেশরত্নের সমুদ্র জ্ঞানে আলিঙ্গন।

তুমি আলোর সিড়িতে ভালোবাসার আকাশ ছোঁয়া হৃদয় ও স্বাধীনতার জ্বল জ্বল নিহারিকা নক্ষত্র।

তুমি আগামী দিনের সৌন্দর্যভরা নির্মাণ জন্মভূমিকে সমৃদ্ধ করো মানবতায় উন্নত।

জ্ঞান সব সময়ই নতুন কিছু খোঁজে তুমি তা থেকে সেবা দাও কল্যাণ দাও শান্তির স্বদেশ।

বাংলার মনোজ্ঞ এই প্রকৃতির উদ্যানে তুমি যত্নে ফুল ফোঁটাও আপন ঘরে ফেরার ঠিকানা।

বিশোধন আলোকপ্রাপ্তরাই মহাচৈতন্যের বাস্তবতা অনুভব উপলব্ধি করে দেশপ্রেমে সেবা সমুজ্জ্বল।

জীবন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা যা স্রষ্টার রংয়ে অবিচ্ছেদ্য সুদূর মহাকাল।

যার গভীরে তুমি চেতনার উদ্ভাসিত আলো ও সভ্যতার স্থিতিতে গৌরব জীবন সরল।