রাজশাহীতে সাবেক মন্ত্রী কবীর হোসেনের জানাযা সম্পন্ন

// নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি:
বিএনপি’র প্রবীণ রাজনীতিবিদ সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এ্যাড. কবির হোসেনের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল
শুক্রবার দুপুর আড়াইটার সময় সিটি কর্পোরেশনের সাহেব বাজার জিরোপয়েন্টে মরহুমের এ জানাযা অনুষ্ঠিত হয়। এসময় জানাযায় উপস্থিত
ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোারেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু,বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি জাতীয়
নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক
হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও ওবাইদুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। এতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু, জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি নাদিম মোস্তফা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা পরিষদের চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডবোকেট তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য রোকনুজ্জামান আলম, অধ্যাপক মোজাফফর হোসেন, আলী হোসেন, সিরাজুল ইসলাম, গোলাম

মোস্তাফা মামুন, শেখ মকবুল হোসেন, রায়হানুল আলম রায়হান, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, সাবেক মেজর জেনারেল বিএনপি নেতা শরীফ উদ্দিন আহম্মেদ ও বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, ও যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু প্রমুখ। প্রসঙ্গ এডভোকেট কবির হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে বুধবার দুপুর ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি এক ছেলে, দ্ধসঢ়;ইু মেয়ে, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। বিএনপি’র বর্ষিয়ান এই নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কবির হোসেন ১৯৯১ ও ৯৬ সালে রাজশাহী-২ সদও আসন (পবা-বোয়ালিয়া) এবং ২০০১ সালে রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি এল জি আর ডি প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির “মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক” ও সর্বশেষ তিনি বিএনপি
চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি জাগো দল থেকে শুরু করে বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকে এই দলের সাথেই ছিলেন। রাজশাহী অঞ্চলে বিএনপিকে সংগঠতি করা এবং এ অঞ্চলের উন্নয়নে কবির হোসেনের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।