বঙ্গবন্ধু মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন

// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
মহান মে দিবসের জাতীয় শ্রমিক লীগ আয়োজিত র‌্যালি উদ্বোধনকালে পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস বলেছেন, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন এই মহান মে দিবস। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত-বঞ্চিত নির্যাতিত-নিপীড়িত মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু যেমন ছিলেন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, তেমনি তিনি ‘দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর’ জন্য ছিলেন নিবেদিত প্রাণ। বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বে আমাদের স্বাধীনতা সংগ্রামে এদেশের শ্রমজীবী মানুষ গৌরবোজ্জ্বল বীরত্বপূর্ণ অবদান রেখেছে। জাতির পিতা দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছিলেন বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত। একদিকে শোষক, অন্যদিকে শোষিত। আমি শোষিতের পক্ষে।

শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে স্মরণীয় রাখতে সারা বিশ্বের মতো ঈশ্বরদীতে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে পৃথক পৃথক ভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় শ্রমিক লীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখা সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করে। এরপর বের হয় বিশাল র‌্যালি। র‌্যালির উদ্বোধন করেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।

বাংলাদেশসহ সমগ্র বিশ্বের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এমপি বিশ্বাস বলেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে আসছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন তখন শ্রমজীবী মানুষের কল্যাণে গ্রহণ করেছেন বহুমাত্রিক উদ্যোগ। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প থেকে খেটে খাওয়া, দিনমজুর কর্মহীন এইসব মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি সারাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এবং সমাজের অনেক বিত্তবান মানুষ খেটে-খাওয়া দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছে।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নায়েব আলী বিশ^াস, পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। সভাপতিত্ব করেন ঈশ^রদী আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গির আলম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন।

যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, কোষাধ্যক্ষ আব্দুর রহিম ভূইয়া, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিভিন্ন শাখার শ্রমিক নেতা ও কর্মী এসময় উপস্থিত ছিলেন।