// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিলেট মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন এলাকা থেকে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প এর একটি আভিযানিক দল আজ ১৭ রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন উত্তর ধর্মনগর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৭০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ধর্মনগর এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে মোঃ আরিফ মিয়া (২৫)। গ্রেফতারকৃত মোঃ আরিফ মিয়ার নামে বিভিন্ন থানায় মামলা- আখাউড়া থানার মামলা নং-১৫/৪৮৫, তারিখ ১৫/১২/২০১৮,আখাউড়া থানার মামলা নং-২৮/১৬৮, তারিখ ১৯/০৪/২০১৯, কসবা থানার মামলা নং-৩২, তারিখ ২৯/০১/২০১৮, আখাউড়া থানার মামলা নং-৬৬/২৩৫, তারিখ-২৮/০৫/২০২০, আখাউড়া থানার মামলা নং-৩০/৩০, তারিখ-২৪/০১/২০২৩ এবং আখাউড়া থানার মামলা নং-১২/২১৯, তারিখ-১৭/০৭/২০২১সহ একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়- মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।