শার্শার পল্লীতে ৬১ স্বর্ণের বার সহ ৩ আটক

// ইয়ানূর রহমান : শার্শার কায়বা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১ টি সোনার বার সহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের খালের ব্রীজের পাশ থেকে তাদের আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. সেক্টর কর্নেল তানভীর রহমান এ তথ্য জানান। জব্দকৃত সোনার মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা বলে জানান তিনি।

আটক ৩ জন হল নড়াইলের লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫) ও একই এলাকার ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০) এবং বেনাপোলের পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. তানভির রহমান জানান, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার বার পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গাজীর কায়বার সাহেবের খাল ব্রীজের পাশে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ তিনজন পাচারকারীকে আটক করে । পরে মোটরসাইকেলটি কায়বা বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬১ পিস সোনার বার জব্দ করা হয়। যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং সিজার মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা।

তিনি আরও জানান, আটক ৩ জনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ সোনা যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।#