// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃ বিভাগীয় ডাকাত সর্দার ইয়াসিন আলী ওরফে “কালা বাবুল”-কে গ্রেফতার করা হয়েছে। সে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়সহ একটি টিম গত ২৭ মার্চ রাত সাড়ে ১১টায় কমলগঞ্জ থানাধীন ৫নং সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামে তার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ইয়াসিন @ কালা বাবুলকে গ্রেফতার করে। সে চৈতন্যগঞ্জ গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে। মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোহসিন জানান-গ্রেফতারকৃত ইয়াসিন আলী ওরফে “কালা বাবুল” ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা নং-১৪/২৪৫, তারিখ- ১৩/১০/২০১০ইং, মোগলাবাজার থানার মামলা নং-১৪/৩৮, তারিখ- ২৮/০৩/২০১২ইং, শ্রীমঙ্গল থানার মামলা নং-০৫/১৯০, তারিখ- ০৮/০৮/২০১৬ইং, কমলগঞ্জ থানার মামলা নং-১৬/১৬, তারিখ- ২১/০১/২০১৭ইং, মোগলাবাজার থানার মামলা নং-১/০৫, তারিখ- ০১/০২/২০১৭ইং, রাজনগর থানার মামলা নং-১৫/২৬৫, তারিখ- ১৬/০৯/২০১৭ইং, কমলগঞ্জ থানার মামলা নং-১৯/১৮৪, তারিখ- ২১/০৯/২০১৭ইং, শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-২/১৪, তারিখ- ০১/০২/২০১৯ইং, কুলাউড়া থানার মামলা নং-৪০/২৪৫, তারিখ- ৩১/০৭/২০১৯ইং, শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-৬/৯৯, তারিখ- ০৩/০৮/২০১৯ইং ও নবীগঞ্জ থানার মামলা নং-৪/১৯৯, তারিখ- ০৯/১১/২০২১ইংসহ বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।