// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠিসহ অভিষ্ঠ জনগোষ্ঠির সাথে জনসংযোগ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আজ ২৭ মার্চ সকালে। “থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” শ্লোগানে মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আকতার হুসেন। মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মেকানিকাল ইন্সট্রাক্টর আব্দুর রহমান এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার পলি টেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, মৌলভীবাজার এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জেনারেল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, ব্রাক জেলা সমন্ময়কারী ইলিমেন্ট হাজং, রেডিও পল্লী কন্ঠ সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান। বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মেকানিকাল ইন্সট্রাক্টর আব্দুর রহমান, ইন্সট্রাক্টর গার্মেন্টস মোঃ আসাদুল ইসলাম, ইন্সট্রাক্টর সিভিল কন্সট্রাকশ রমজান আলী, ইন্সট্রাক্টর ইলেকটিক্যাল জাহিদুল ইসলাম ও ইন্সট্রাক্টর কম্পিউটার ইমদাদুল হক, পিছিয়ে পড়া জনগোষ্ঠিসহ অভিষ্ঠ জনগোষ্ঠির প্রতিনিধি। বক্তারা বলেন- পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ অভীষ্ঠ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন করে দক্ষ জনগোষ্ঠীতে রুপান্তর করার লক্ষ্যে সরকার মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।