পাবনায় সর্বত্র জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপিত

আব্দুল জব্বার ,পাবনা প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পাবনা জেলার সর্বত্র উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ।
এ উপলক্ষে শুক্রবার প্রথম প্রহরে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুর্ষ্পাঘ অর্পণ করে। সকাল সাড়ে নয়টায় জেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পাবনা জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা পৌরসভা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, হাজী জসীম উদ্দিন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শ্রেণি-পেশার মানুষ পুর্ষ্পার্ঘ অর্পন করেন। এছাড়া সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরণএবং আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ স ম আব্দুল রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পুলিশ সুপার আকবর আলী মুনসী, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান,বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,বীরমুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, জেলা সেটেলম্যান্ট কর্মকর্তা আফরোজা আকতার, ডিডিএলজি সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, শরীফ আহমেদ, এডিএম জাহাঙ্গীর আলম, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইসরামিক ফাউন্ডেশনের এডি ইমামুল ইসলাম প্রমূখ। ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে কাচারী মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ।
জেলা আওয়ামীলীগ সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুপুরে দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালী করে শহরের প্রধান সড়কগুলো পদক্ষিণ, র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচী পালন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
দিনটি যথাযথ মর্যাদা ও উৎসমখুর পরিবেশে উদযাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান নেতৃত্বে র‌্যালি বের হয়। র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকীর স্মারক ম্যুরাল জনক জ্যোতির্ময়ে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন- বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, শেখ হাসিনা হল প্রশাসন, পদার্থবিজ্ঞান সমিতি, আইসিই সমিতি, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ, রসায়ন সমিতি, ইংরেজি বিভাগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল।
পাবনা পৌরসভা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, র‌্যালী, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ব্যাপক কর্মসুচী পালন করে। পৌর চত্ত্বরে পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান এর সভাপতিত্বে আলোচনা সভায় পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, প্রকৌশলী ওবায়দুল হক, প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমূখ অংশ গ্রহন করেন।
গণপুর্ত বিভাগ দিবসটি উপলক্ষে র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন তত্বাবধায়ক প্রকৌশলী দেবাশিষ চন্দ্র সাহা, নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার, মারুফ হোসেন, মিজানুর রহমান, মিরাজুল ইসলাম সহ কর্মকর্তা কর্মচারী গণ।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ দিবসটি উপলক্ষে র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান মন্ডল, প্রকৌশলী এইচএএম রবিউল আওয়াল রিজভী, জহুরুল ইসলাম, তানভির হোসেন, ইমরুল ইসলাম,ফারুক হোসেন সহ কর্মকর্তা কর্মচারী গণ।
বিভাগীয় বন বিভাগ দিবসটি উপলক্ষে র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, রেঞ্জ অফিসার ফিরোজ আহমেদ, এনামুল হক, গোলাম নবী সহ কর্মকর্তা কর্মচারী গণ।
সড়ক ও জনপথ বিভাগ জাতীয় শোক দিবসটি উপলক্ষে র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, প্রকৌশলী মাহবুব হাসান, প্রকৌশলী কাজল ইসলাম, প্রকৌশলী সাদেকুর রহমান সহ কর্মকর্তা কর্মচারী গণ।
সিভিল সার্জন জাতীয় শোক দিবসটি উপলক্ষে র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, ডা. জাহিদ হাসান, ডা. রহিম উদ্দিন. আব্দুস সাত্তার সহ কর্মকর্তা কর্মচারী গণ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ দিবসটি উপলক্ষে র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভীর ইসলাম, ইন্সেপেক্টও রেজাউল ইসলাম, মতিয়ার রহমান, শরীফুল ইসলাম, মোহম্ম্দ আলী সহ কর্মকর্তা কর্মচারী গণ।
পাবনা জেলা কারাগার দিবসটি উপলক্ষে র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, কেক কাটা, উন্নত খাবার পরিবেশন,আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেল সুপার প্রধান, জেলার আনোয়ার হোসেন, ডেপুটি জেলার মো. মেহেদী সহ কর্মকর্তা কর্মচারী গণ।
জেলা সকল উপজেলায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।