সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার দাড়ামুদা খোয়াজ উদ্দিন স্কুল এন্ড কলেজে বাউবির এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় শুক্রবার সকাল ১০ টা হতে প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুষ্ঠিত হয়।
কেন্দ্র সচীব দাড়ামুদা খোয়াজ উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজ উদ দৌলা জানান, এ কেন্দ্রে দুইটি কলেজের ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে। মোট ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৫২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। ৯ জন অনুপস্থিত ছিল। সাঁথিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার পাল সার্বক্ষণিক তদ্বারকি / ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন। প্রথম দিন পরীক্ষায় গাজীপুর বাউবির উপপরিচালক মামুনুর রশিদ পরিদর্শন করেন। তিনি জানান, কেন্দটির অবোকাঠামো ও পরিবেশ খুবই ভালো লাগছে। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠ স্বাভাবিক সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সচীব সিরাজ উদ দৌলা বলেন, আজকের পরীক্ষা সুন্দরভাবে শেষ হয়েছে। বাউবির এইচএসসি পরীক্ষা সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা, অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেন।