// এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ বর্তমান সময়ে সবাই যখন গর্বিত সন্তানদের সংবর্ধনা প্রদান করেন ঠিক সেই সময়ে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে দিনাজপুরের খানসামা উপজেলায়।
উপজেলার বিভিন্ন পেশার মানুষদের নিয়ে গঠিত গর্বিত পিতা-মাতা সংবর্ধনা কমিটির আয়োজনে বুধবার (৮ ই মার্চ) সন্ধ্যায় উপজেলার পাকেরহাট শহীদ মিনার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার ৬ টি ইউনিয়নের ৫৪ ওয়ার্ডের ৯৪জন বিসিএস ক্যাডার, জজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের পিতা-মাতাদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা গর্বিত পিতা-মাতা সংবর্ধনা কমিটির সভাপতি হাফিজ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাজী মোঃ এ্যাড. সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন ও সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জীতেন্দ্রনাথ রায়, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও ধীমান চন্দ্র দাস, দপ্তর সম্পাদক প্রমথ রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরনবী ইসলামসহ
বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ ও সুধীজন