// সঞ্জু রায়, বগুড়া: বগুড়া সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে ৫ম রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস্ কাপ গলফ টুর্নামেন্ট। বগুড়া গলফ ক্লাবের তত্ত্বাবধানে গত ৯ই মার্চ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের শনিবার সমাপনী হয়।
একই দিন সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ আল মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি।
বগুড়া গলফ ক্লাবের সবুজ মাঠে অত্যন্ত মনোরম পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্টে বগুড়া অঞ্চলসহ বিভিন্ন স্থানের মোট ১৩০ জন গলফার অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, সবার মাঝে গলফ খেলাটিকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে বগুড়া গলফ ক্লাবের বিভিন্ন প্রয়াসের অংশ হিসেবে এই বছর রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস্ ১ম বারের মতো বড় পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
টুর্নামেন্টের বেস্ট গ্রেস অর্জনকারীসহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জিওসি মেজর জেনারেল খালেদ আল মামুন।
সমাপনী অনুষ্ঠানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদিসহ সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্লাবের অসামরিক সদস্যবৃন্দ, রেডিয়েন্ট গ্রুপের কর্মকর্তাসহ গলফ ক্লাবের খেলোয়ারগণ উপস্থিত ছিলেন।