// বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন (উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে মহড়া অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ ফায়ার সার্ভিস এর সদস্যরা ওই মহড়া পরিচালনা করেন।
ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদানকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খান নীলু, পিআইও মো. মজনুর রহমান, পিআইও কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. বুলবুল , উপজেলা বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসময় ভূমিকম্প, সিলিন্ডার বিস্ফোরণ , অগ্নিকান্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া দেন।