বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার সুনামধন্য বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটির গঠন হয়েছে। ৯ মার্চ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় অফিস কক্ষে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় সুত্রে জানা যায়, উপজেলার বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ দিন ম্যানেজিং কমিটি না থাকায় অতিসম্প্রতি ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া হয়। এতে নন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ নুর মোহাম্মদকে সভাপতি ও মোঃ আবু বকর দাতা সদস্য, মোঃ আল্লেক প্রাং অভিভাবক সদস্য, নজরুল ইসলাম অভিভাবক সদস্য, মনিরুল ইসলাম অভিভাবক সদস্য, মোফাজ্জল প্রামানিক অভিভাবক সদস্য, সাজেদা খাতুন অভিভাবক সদস্য, মোঃ আবুল কালাম আজাদ শিক্ষক সদস্য, সরোয়ার হোসেন শিক্ষক সদস্য, সুলতানা পারভীন শিক্ষক সদস্য ( সংরক্ষিত) মহিলা এবং প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনকে পদাধিকারবলে সম্পাদক করে বিদ্যালয় পরিদর্শক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী বরাবর কমিটি অনুমোদনের আবেদন করা হয়। বিদ্যালয় পরিদর্শক গত ২৭/০২/২০২৩ ইং তারিখে অনুমোদন পুর্বক পূর্ণাঙ্গ কমিটি প্রেরক করেন। নবগঠিত কমিটি গত ৯ মার্চ ২০২৩ ইং তারিখে বিদ্যালয় অফিস কক্ষে নবনির্বাচিত সভাপতি আলহাজ নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনের পরিচালনায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় কমিটির সদস্য ছাড়াও সাংবাদিক আবু ইসহাক, ইউপি সদস্য আঃ সামাদ, ইউপি সদস্য আবুল কালাম আবু সাইদ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।