// নাটোর প্রতিনিধি
উৎসব ও আনন্দমূখর পরিবেশে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত ২৩ জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে চ্যানেই আই’য়ের নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজা সভাপতি এবং দৈনিক ভোরের দর্পণের নাটোর প্রতিনিধি মোঃ কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে ৮ টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করেন। এছাড়া দৈনিক সময়ের আলো’র নাটোর প্রতিনিধি সুফি সান্টু বিনা প্রতিদ্বন্দিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রথম আলো’র নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, দৈনিক আজকের পত্রিকার নাটোর প্রতিনিধি নাইমুর রহমান ও দৈনিক মানব কন্ঠের নাটোর প্রতিনিধি একেএম নাজমুল ইসলাম মাসুম। অন্যদিকে প্রেসক্লাবটির ভোট পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
প্রধান নির্বাচন কমিশনার মুক্তার হোসেন জানান, এছাড়া নির্বাচনে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিম সহ সভাপতি, জনকন্ঠের জেলা প্রতিনিধি মুন্ডা কালিদাস কোষাধ্যক্ষ, দৈনিক বার্তা’র নাটোর প্রতিনিধি ওমর ফারুক অফিস সম্পাদক, আশরাফুল ইসলাম বাচ্চু ক্রীড়া, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক, সময় টেলিভিশনের নাটোর প্রতিনিধি আল মামুন ও খন্দকার শামসুজ্জোহা (হেলাল) কার্যকরী সদস্য নির্বাচতি হন।