// চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামের আলহাজ্ব রিয়াজ উদ্দিন নামক এক কৃষকের ৭ টি গরু অগ্নিদগ্ধ হয়েছে। এসময় ৫ টি ছাগলও অগ্নিদগ্ধ হয়। বুধবার (৮ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
রিয়াজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম জানান, সন্ধ্যায় বাড়ির আঙিনার গোয়াল ঘরে গরু ও ছাগল বেঁধে রেখেছিলাম। মশার উৎপাত থেকে গরু ছাগল রক্ষায় ধোঁয়া সৃষ্টির লক্ষ্যে গোয়াল ঘরে সাঁজাল (সন্ধাকালে মশা তাড়াবার জন্য খড় ঘুটেতে আগিুন লাগিয়ে তৈরী ধোঁয়া) দিয়েছিলাম। ধারণা করা হচ্ছে গরু নড়া চড়ার সময় সাঁজালের খড়কুটো ছড়িয়ে পরায় এ আগুনের সুত্রপাত হয়। এক পর্যায়ে গোয়াল ঘরে আগুন ধরে গেলে ৪ টি গাভি, ১ টি ষাঁড়, ২টি বাছুর ও ৫ টি ছাগল অগ্নিদগ্ধ হয়।
আমরাসহ এলাকাবাসী বিষয়টি টের পেলে দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। গরু ছাগল গুলোর আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা। স্থানীয় পশু চিকিৎসক গবাদী পশু গুলোর চিকিৎসা দিচ্ছেন।