চাটমোহরে দেড় হাজার লিটার তেল চুরি

// মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) সংবাদদাতা ঃ
পাবনার চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার এলাকার রবিউল স্টোর নামক একটি দোকানের সামনে থেকে ৭ ড্রাম (প্রায় দেড় হাজার লিটার) তেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাত একটার দিকে এ চুরির ঘটনা সংঘটিত হবার সময় দোকান মালিক বিষয়টি টের পেয়ে উচ্চস্বরে প্রতিবেশিদের ডাকাডাকি শুরু করলে পালিয়ে যায় চোরচক্র।
দোকান মালিক রবিউল করিম জানান, প্রতিদিনের মত বুধবার রাতে দোকান বন্ধ করে সংলগ্ন ঘরে ঘুমাতে যান তিনি। বৃহস্পতিবার রাত প্রায় একটার দিকে শব্দ শুনে জাগা পেয়ে দেখেন চোরচক্র তার দোকানের সামনে থেকে একের পর এক তেলের ড্রাম রাস্তায় রাখা পিকাপ গাড়িতে তুলছেন। প্রাণ ভয়ে বাইরে না বেড়িয়ে উচ্চস্বরে তিনি প্রতিবেশিদের ডাকাডাকি শুরু করেন। এসময় ৫ ব্যারেল ডিজেল ও ২ ব্যারেল কেরোসিন তেল নিয়ে পালিয়ে যায় চোরচক্র। তৎক্ষনাৎ ঘটনাটি পুলিশকে জানালেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। চুরি হওয়া তেলের মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা। উল্লেখ্য, চাটমোহরে সম্প্রতি চুরির ঘটনা আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, তেল চুরির ঘটনায় বৃহস্পতিবার একটা অভিযোগ হয়েছে। চোর আটকে ও তেল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।