পাবনার বিশিষ্ট লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা রচিত উনিশ শ’ একাত্তর রক্তস্নাত পাবনা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বইটির মোড়ক উন্মোচন করেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জনাব ডা. কাজী কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব বেবী ইসলাম, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সম্পাদক জনাব আব্দুল মতীন খান এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি জনাব এ,বি,এম ফজলুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন, পাবনা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. রিয়াজুল হক, শহীদ বুলবুল এর ছোট ভাই সুজানগর উপজেলার রাণীনগর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আলম পিযুষ, শহীদ এম, এ গফুর এর পুত্র আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, স্মরণে ৭১ প্রজন্ম, পাবনার ভারপ্রাপ্ত সমন্বয়ক তোফাজ্জল হোসেন মামুন, ভাঁড়ারা গ্রামের শহীদ পরিবারের সন্তান মোঃ রানা শেখ সহ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনাব আক্তারুজ্জামান জর্জ।